বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাত্রার সময়সূচি আবারও পেছাতে পারে। দলের পক্ষ থেকে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ৭ ডিসেম্বর সম্ভাব্য যাত্রার কথা জানানো হলেও রাতে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তারিখ আরও পিছিয়ে যেতে পারে।
দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে পুরো প্রক্রিয়া কয়েকদিন পিছিয়ে যেতে পারে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানায়, আজ রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসবে। বোর্ড সবুজ সংকেত দিলেই এয়ার অ্যাম্বুলেন্স দেশে পৌঁছাবে।
দলের একাধিক সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় “বিশেষ উন্নতি না থাকায়” যাত্রার প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তার স্বাস্থ্যের অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।
এদিকে, তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে গত শুক্রবার দেশে এসেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বেশ কিছুদিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন, যেখানে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এমএফ/বিকল্পকন্ঠ
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://news.mahbubuniversalbusiness.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho