মঙ্গলবার

১৬:০৩:০৭

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন শর্ত ছিল না!

উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন: অন্তর্বর্তী সরকারের সময় কোনো নির্বাচন শর্ত ছিল না !

শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “যখন এই সরকার দায়িত্ব নেয়, তখন আমাদের কেউ গলা ধাক্কা দিয়ে বলেনি যে আপনাকে নির্দিষ্ট সময়ে নির্বাচন দিতে হবে। আমরা নিজে বলেছিলাম, নির্বাচন হবে। তবে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর দৌড়াদৌড়ি শুরু হলে সরকার হস্তক্ষেপ করতে পারে না। সিচুয়েশনটা খারাপ কোথায়, সেটা বোঝার চেষ্টা করছি।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, “এ সময়ে রাজনৈতিক দলগুলো জানে না তারা কী করবে, তাদের ভবিষ্যৎ কী। কোথায় কে কোন দিকে যাচ্ছে, তা বোঝা মুশকিল নয়। এটা কি নতুন ঘটনা? তথাকথিত ওয়ান/ইলেভেনের পরেও এমন পরিস্থিতি হয়েছে। আমরা এ নিয়েই বেঁচে আছি। পার্টিতে পার্টিতে কি দাঙ্গা হচ্ছে? দলগুলোর মধ্যে মুখে মুখে কথাবার্তা হচ্ছে। আমরা কথা বলার জাতি।”

নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। আমি দীর্ঘদিন নির্বাচন কমিশনে কাজ করেছি, কিন্তু এখন আমার কাছে নির্বাচন নিয়ে বলার মতো কিছু নেই। আমি এ বিষয়ে অজ্ঞ, কোনো আইডিয়া নেই।”

উপদেষ্টা আরও বলেন, “আমরা যেখানে গেছি সেখানেই বলেছি নির্বাচন সময়মতো হবে। আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে এক/দেড়/দুই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। তখন সবই ছিল ব্ল্যাংক। তবে দেশে একটি নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত। ইউনিভার্সাল ডেমোক্রেটিক প্রসেসটা স্থিতিশীল হওয়া দরকার। গত ১৭-১৮ বছর এ ধরনের স্থিতিশীলতা দেখা যায়নি। যদি আমরা তা করতে পারি, এটি আমাদের বড় অর্জন হবে।”

এমএফ/বিকল্পকন্ঠ

#BangladeshPolitics #InterimGovernment #ElectionProcess #SakhawatHossain #DemocracyInBD

 

আরও পড়ুন

Scroll to Top