জুলাই–আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে আত্মিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১৮ ডিসেম্বর (বুধবার) জেলা ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট , ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলায় নোয়াখালী রয়েল একাদশ বনাম চাঁদপুর ত্রিমোহনা একাদশ অংশগ্রহণ করেন। এতে নোয়াখালী রয়েল একাদশকে হারিয়ে চাঁদপুর ত্রিমোহনা একাদশ জয় লাভ করে।
ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যান (ত্রিমোহনা) সভাপতি রিয়াদ প্রধান ও সাধারণ সম্পাদক ফজলে হাসান নিওয়নের তত্ত্বাবধানে ত্রিমোহনা একাদশ অংশগ্রহণ করে। এসময় খেলা উপভোগ করেন শিক্ষক উপদেষ্টা আনোয়ার মাহমুদ এবং ছাত্র উপদেষ্টাদের মধ্যে বোরহান উদ্দিন ঈশরাক, শাহাবুদ্দিন ইমন, মহিউদ্দিন মাফি, মেহেদী হাসান মাহী, ইমরান রাজ, শরীফ হোসেন, রহিম রাজ, ফয়সাল পাটওয়ারী প্রমুখ।
মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন “ দিগন্ত টাইমস ”