শুভেচ্ছা বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আলহামদুলিল্লাহ, “বিকল্প কণ্ঠ” অনলাইন পোর্টাল যাত্রা শুরু করতে যাচ্ছে – এটি আমাদের সবার জন্যই এক গৌরবের মুহূর্ত। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও জনমুখী লেখনী প্রকাশের মাধ্যমে আমরা পাঠকের আস্থা অর্জন করতে চাই।
আধুনিক প্রযুক্তি, সৎ সাংবাদিকতা ও দেশপ্রেমিক চেতনা নিয়ে “বিকল্প কণ্ঠ” এগিয়ে যাবে—এটাই আমাদের অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, পাঠকের সমর্থন ও ভালোবাসা এই পথচলার সবচেয়ে বড় প্রেরণা হবে।
আমি “বিকল্প কণ্ঠ” পরিবারের সকল সহকর্মী, লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমাদের এই প্রয়াস সফল হোক, সত্য ও সুন্দর প্রতিষ্ঠিত হোক—আল্লাহ তায়ালা আমাদের সে তৌফিক দান করুন।
মো:রুবেল হোসেন
ডিরেক্টর
বিকল্প কণ্ঠ অনলাইন পোর্টাল
ম্যানেজিং ডিরেক্টর -আর ইউ এল ইন্টারন্যাশনাল।