মঙ্গলবার

১৭:৪০:৪৯

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

আফগানিস্তান থেকে প্রবেশের চেষ্টা, ৫০ জনকে হত্যা করল পাক সেনারা

আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে অন্তত ৫০ জনকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সংবাদমাধ্যম দ্য নিউজকে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশ সীমান্ত দিয়ে তারা প্রবেশের চেষ্টা করেছিল। নিহতদের ‘ভারতীয় প্রক্সি ফিতনা-ই-খারেজি’ হিসেবে অভিহিত করেছে সূত্রটি।

তিনি বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে এই ব্যক্তিরা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল।

খাইবার পাখতুনখাওয়ার মোহামান্দ বিভাগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান শুরু হয়। ওই সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। যা কয়েক ঘণ্টা স্থায়ী হয়।

দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং বিবৃতিতে বলেছে, “জাতীয় কর্মপরিকল্পনার অধীনে নিরাপত্তা বাহিনী ‘আজম-এ-ইস্তেহকাম’ অভিযান শুরু করেছে। এই অভিযানের মাধ্যমে দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের অভিশাপ সম্পূর্ণরূপে দূর করা হবে। সেই লক্ষ্যে, এই মুহূর্তে এলাকায় ভারতের পৃষ্ঠপোষকতায় লুকিয়ে থাকা অন্যান্য জঙ্গিকে নির্মূল করতে বিশেষ শুদ্ধি অভিযান চালানো হচ্ছে।”

এদিকে গত এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এরপর আফগান সেনারা সীমান্তে অবস্থানরত পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়। জবাবে পাকিস্তান তীব্র গোলাবর্ষণ ও ট্যাংক থেকে হামলা করে।

আরও পড়ুন

Scroll to Top