আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর আগে ২৩৭টি আসনে প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘোষিত আসনগুলোয় প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। এ তালিকা অনুযায়ী বিএনপির মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি আরেক ধাপ এগিয়ে নিলো দলটি।
এসময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে প্রাথমিকভাবে মনোনীত মাদারীপুর-৩ (শিবচর) আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। স্থানীয় পরিস্থিতি এবং সাংগঠনিক প্রতিবেদনের ভিত্তিতে ওই আসনের প্রার্থী পুনর্নির্বাচিত করা হয়েছে বলে জানান মহাসচিব।
ঘোষিত ৩৬টি আসনের প্রার্থীরা মূলত নানা অঞ্চল থেকে আসা নতুন ও অভিজ্ঞ নেতাদের সমন্বয়—যা দলটির নির্বাচনী কৌশলের অংশ বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। বিএনপির মতে, দলীয় প্রার্থীদের বাছাইয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণের গ্রহণযোগ্যতা, সাংগঠনিক শক্তি এবং মাঠের পরিস্থিতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “জাতীয় ঐক্যের ভিত্তিতে গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এই নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দলের কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানিয়েছে, আগামী ধাপে আরও কয়েকটি আসনে প্রার্থী দেখানো হতে পারে :



এমএফ/বিকল্পকন্ঠ
#BNP #Election2025 #NominationList #BangladeshPolitics #BreakingNews
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://news.mahbubuniversalbusiness.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho
#bikolpokontho #বিকল্পকন্ঠ #Update_news