বৃহস্পতিবার

১৫:২৫:৫৭

২৫ ডিসেম্বর, ২০২৫

১০ পৌষ, ১৪৩২

৩ রজব, ১৪৪৭

Edit Content

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. করোনায় সংক্রমণ প্রতিদিনই বাড়ছে

ইরানের ইসলামিক রেভ্যুলিউশনের ৪৬তম দিবসে জামায়াতের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:

ইরানের ইসলামিক রেভ্যুলিউশনের ৪৬তম দিবসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মি. মানসুর চ্যাভুসি।

ইরানের ইসলামিক রেভ্যুলিউশনের ৪৬তম দিবস দিবস হিসেবে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন,নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

অনুষ্ঠানে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছাবাণী ইরানের এ্যাম্বেসডরের নিকট হস্তান্তর করেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গেলাম পরওয়ার। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল ইরান ও বাংলাদেশের মাঝে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Scroll to Top