মঙ্গলবার

১৪:০৮:৪০

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

এমপিও শিক্ষকদের জন্য ১১ পেশায় নিষেধাজ্ঞা

এমপিও শিক্ষকদের জন্য ১১ পেশায় নিষেধাজ্ঞা

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ১১ পেশায় নিষেধাজ্ঞা, মাউশির নির্দেশনা কার্যকর:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে শিক্ষকতার পাশাপাশি মসজিদের ইমামতি, দোকান পরিচালনাসহ মোট ১১টি পেশায় যুক্ত হতে পারবেন না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

গত রোববার (১৪ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে উপজেলার সব স্কুল ও কলেজে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। চিঠির সত্যতা নিশ্চিত করে কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, মাউশির পক্ষ থেকে নির্দিষ্ট ১১টি পেশা উল্লেখ করে নির্দেশনা এসেছে। সেই অনুযায়ী বিষয়টি নোটিশ আকারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে এমপিও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা রাষ্ট্রীয় আর্থিক সুবিধাপ্রাপ্ত পূর্ণকালীন ও সম্মানজনক পেশায় নিয়োজিত। ফলে শিক্ষকতার পাশাপাশি কোনো অতিরিক্ত লাভজনক পেশায় যুক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ। এতে শিক্ষকতার সময়, মনোযোগ ও পেশাগত দায়বদ্ধতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

মাউশির নির্দেশনায় যেসব পেশায় যুক্ত হওয়া নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে—বাণিজ্যিক সাংবাদিকতা, আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা বা সেখানে শিক্ষকতা, প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা, শিক্ষাবিষয়ক প্রকাশনা ব্যবসা, হজ এজেন্ট বা এর বিপণন কার্যক্রম, বিয়ের কাজি বা ঘটকালি, টং দোকান বা অন্য ক্ষুদ্র ব্যবসা, ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা, মসজিদে পূর্ণকালীন ইমামতি বা খতিবের দায়িত্ব পালন এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী বা চাটুকার হিসেবে যুক্ত থাকা।

তবে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, শিক্ষকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধর্মীয় বা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন। তবে তা অবশ্যই সীমিত পরিসরে হতে হবে এবং যেন শিক্ষকতার মূল দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে শিক্ষকদের পেশাগত মান, সময় ব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে।

 

এমএফ/বিকল্পকন্ঠ

#এমপিও_শিক্ষক #মাউশি_নির্দেশনা #শিক্ষা_নীতি #বাংলাদেশ_শিক্ষা

 

আরও পড়ুন

Scroll to Top