কচুয়া (চাঁদপুর): আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে কচুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
কচুয়া সরকারি কলেজ ও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি-মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক- গাজী রশিদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল সহ অন্যান্য নেতাকর্মী। এসময় পরীক্ষার্থীদের হাতে কলম, পেনসিল, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ পানির বোতল তুলে দেন।
কচুয়া উপজেলা ছাত্রদলের নেতারা জানান, পরীক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে এবং পানি সংকটে ভোগ না করে, সেই চিন্তা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীদের সফলতা কামনা করে ছাত্রদল নেতারা তাদের পাশে থাকার আশ্বাস দেন।
উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আমরা চাই, কচুয়ার পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিয়ে সফল হোক।”