মঙ্গলবার

১৬:০২:১৪

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

কে হচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি ?

২৭ ডিসেম্বর অবসরে প্রধান বিচারপতি রেফাত আহমেদ — কে হচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি, আইনাঙ্গনে জোর আলোচনা

দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তার অবসরের সময় ঘনিয়ে আসায় আইনাঙ্গনে শুরু হয়েছে তুমুল জল্পনা-কল্পনা—কে হচ্ছেন পরবর্তী বা দেশের ২৬তম প্রধান বিচারপতি। আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে বিশেষভাবে আলোচনায় আছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জ্যেষ্ঠতার দিক দিয়েও তারা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

■ আপিল বিভাগের বর্তমান বিচারপতিরা

প্রধান বিচারপতি ছাড়া আপিল বিভাগে বর্তমানে রয়েছেন ছয়জন বিচারপতি। তারা হলেন:

বিচারপতি মো. আশফাকুল ইসলাম

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বিচারপতি মো. রেজাউল হক

বিচারপতি এস এম ইমদাদুল হক

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

বিচারপতি ফারাহ মাহবুব

এর মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে তালিকার শীর্ষে আছেন আশফাকুল ইসলাম ও জুবায়ের রহমান চৌধুরী—যাদের নামই সবচেয়ে বেশি আলোচিত পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে।

সংবিধান কী বলে ?

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করবেন। রীতিগতভাবে আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকেই প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। সংবিধানে জ্যেষ্ঠতার বাধ্যবাধকতা নেই, তবে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছিল—জ্যেষ্ঠতম বিচারপতিকে নিয়োগ দেওয়া উচিত। গুরুতর অভিযোগ থাকলে দ্বিতীয় জ্যেষ্ঠজনকে নিয়োগের কথাও উল্লেখ রয়েছে।

সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতির পদ শূন্য হলে আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।

■ কেন ২৫তম প্রধান বিচারপতি ছিলেন ব্যতিক্রমী

জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৬ বিচারপতি পদত্যাগে বাধ্য হওয়ায়, ব্যতিক্রমী সিদ্ধান্তে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-কে প্রধান বিচারপতি করেন অন্তর্বর্তী সরকার। বিচার বিভাগের ইতিহাসে এটি এক অনন্য নজির।

■ আলোচনার কেন্দ্রবিন্দু: আশফাকুল নাকি জুবায়ের?

আইন বিশ্লেষকদের মতে, এবার আবার নিয়মে ফিরে আপিল বিভাগ থেকেই নিয়োগ দেওয়া হবে। তাই সবার দৃষ্টি এখন দুই জ্যেষ্ঠ বিচারপতির দিকে—

বিচারপতি মো. আশফাকুল ইসলাম

জন্ম: ১৫ জুলাই ১৯৫৯

বাবা এ কে এম নুরুল ইসলাম—সাবেক ভাইস প্রেসিডেন্ট; মা জাহানারা আরজু—একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক

১৯৮৩ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু

২০০৩ সালে অতিরিক্ত বিচারপতি, ২০০৫ সালে স্থায়ী

২০২২ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

জন্ম: ১৮ মে ১৯৬১

বাবা: এএফএম আবদুর রহমান চৌধুরী—সুপ্রিম কোর্টের বিচারক

ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যে আইন অধ্যয়ন

২০০৩ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারক, পরে স্থায়ী

২০২৪ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ

■ অন্যান্য বিচারপতিদের সংক্ষিপ্ত পরিচয়

রেজাউল হক (জন্ম ২৪ এপ্রিল ১৯৬০) — ২০২৪ সালে আপিল বিভাগে যোগ

ইমদাদুল হক (জন্ম ৭ নভেম্বর ১৯৬৩) — ২০২৪ সালে আপিল বিভাগে যোগ

এ কে এম আসাদুজ্জামান (জন্ম ১ মার্চ ১৯৬৯) — ২০২৫ সালে আপিল বিভাগে যোগ

ফারাহ মাহবুব — ২০২৫ সালে আপিল বিভাগে যোগ; প্রখ্যাত অ্যাডভোকেট মাহবুবুর রহমানের কন্যা

■ সিদ্ধান্ত এখন রাষ্ট্রপতির হাতে

জ্যেষ্ঠতা বাধ্যতামূলক না হলেও এটি একটি শক্তিশালী রীতি—তাই আইনাঙ্গনে মনে করা হচ্ছে, আশফাকুল ইসলাম বা জুবায়ের রহমান চৌধুরীর মধ্যেই একজন হচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি।

এমএফ/বিকল্পকন্ঠ

#ChiefJusticeBD #SupremeCourtBD #BangladeshJudiciary #Constitution95 #JudicialAppointment

আরও পড়ুন

Scroll to Top