কোরবানি ও আত্মশুদ্ধি
ইসলামের মৌলিক বিধান গুলোর মধ্যে একটি বিধান হচ্ছে কোরবানি। এটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময়কাল থেকেই আল্লাহর নির্দেশিত একটি বিধান, তবে বিভিন্ন নবী-রাসূলগণের সময়ে কোরবানির ধরন এবং বিধান ভিন্ন রকম ছিল।
আমাদের উপর যে কোরবানি ওয়াজিব তা মূলত মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নাহ।
মহান আল্লাহ তায়ালার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একমাত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাত ও সালাম কে কোরবানি করেন।
ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে কিভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিয়েছেন তার একটি নমুনা ছিল ইসমাইল আলাইহি সালামকে কোরবানি করা । যা আল্লাহর নিকট এত পছন্দনীয় হলো যে তিনি তা পরবর্তী উম্মতের জন্য ওয়াজিব করে দিলেন।
কুরবানীর এই বিধান এর মাধ্যমে মহান আল্লাহ তায়ালা মুসলিমদেরকে আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাই সালাম এর আত্মসমর্পণকে একটি নিদর্শন হিসেবে জীবন্ত করে রাখলেন।
কোরবানি প্রত্যেক সামর্থ্যবান মুসলিম এর উপর অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর ওয়াজিব।
আল্লাহ তাআলা বলেন ,
فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ ؕ.
সুতরাং তোমরা তোমাদের রবের উদ্দেশে সালাত আদায় কর এবং কুরবানী কর।
সূরা আল কাওসার (আয়াত নং ২ )
একজন মুসলিম ব্যক্তি, পরিবার, ও সমাজ সর্বক্ষেত্রে আল্লাহ তায়ালা নির্দেশ পালন করাই প্রথম এবং প্রধান কাজ। মুসলমান আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে কখনোই পিছপা হয় না।
বরং আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে তার ধন সম্পদ ও নিজের জীবন ব্যয় করে
আল্লাহ তাআলা বলেন
قل ان صلاتی و نسكی و محیای و مماتی لله رب العلمین.
হে রাসুল আপনি বলেন, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব’।
সূরা আল-আনাম( আয়াত নং ১৬২)
সর্বোপরি কোরবানির শিক্ষা হলো, কোরবানি হবে একমাত্র আল্লাহ সুবহানাহুওয়া তা’আলার জন্য, এখানে কোন রিয়া / লৌকিকতার স্থান নেই।
একজন মুসলিম তার নিজের মধ্যে থাকা সমস্ত অহংকার,অহমিকা নেফাকি সহ খারাপ দিকগুলো থেকে নিজেকে পরিশুদ্ধ করে পশু কোরবানির মাধ্যমে তা প্রকাশ করবে।
এর মাধ্যমে সে একনিষ্ঠভাবে আল্লাহর খাঁটি বান্দা বা গোলাম হিসেবে ঘোষণা করো।
আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির ত্যাগ ও মহিমা ধারণ করে আত্মশুদ্ধি লাভ করার তৌফিক দান করুন।
আমিন।
মাওলানা মোঃ রবিউল আলম
কামিল(হাদিস),ঢাকা আলিয়া মাদ্রাসা।
বিএসএস সম্মান(অর্থনীতি), এমএ ঢাকা কলেজ।