রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আজ গুরুত্বপূর্ণ ব্রিফিং করবে মেডিকেল বোর্ড। তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরবেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের প্রধান গেটের সামনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে ডা. জাহিদ হোসেন খালেদা জিয়ার চলমান চিকিৎসা, শারীরিক জটিলতার সর্বশেষ অবস্থা এবং ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে হালনাগাদ তথ্য জানাবেন।
শায়রুল কবির বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত কয়েকদিন ধরে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশ–বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। এমন পরিস্থিতিতে পরিবার এবং দলের পক্ষ থেকে স্বচ্ছ ও আপডেট তথ্য দেওয়ার উদ্দেশ্যেই এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মাধ্যমে যে ধরনের খবর প্রকাশিত হচ্ছে—তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই সঠিক তথ্য জানাতে এবং সার্বিক পরিস্থিতি পরিষ্কার করতে চিকিৎসকদের এ ব্রিফিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে হাসপাতালে প্রতিদিনই খালেদা জিয়ার খোঁজ নিতে দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ভিড় করছেন। অনেকেই হাসপাতালের সামনে অবস্থান করে তার সুস্থতা কামনায় দোয়া করছেন। ব্রিফিংয়ের মাধ্যমে তার স্বাস্থ্যের বিষয়ে আরও নির্ভরযোগ্য তথ্য জানার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহলসহ দেশবাসী।
এমএফ/বিকল্পকন্ঠ
#KhaledaZiaHealthUpdate #EvercareHospital #BNPMediaBriefing #MedicalBoardPress #BangladeshPoliticsNews