বৃহস্পতিবার

০১:৪৩:৩৪

২৫ ডিসেম্বর, ২০২৫

১০ পৌষ, ১৪৩২

৩ রজব, ১৪৪৭

Edit Content

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

গল্পনির্ভর একটু অন্য ধরনের সিনেমা নিয়ে আসতে চাই:শাকিব খান

দেশের শীর্ষ সুপারস্টার শাকিব খান। পর্দায় একের পর এক দিচ্ছেন হিট সিনেমা। সর্বশেষ ‘তাণ্ডব’ দিয়ে মাতিয়েছেন দেশ। তবে ধুমধারাক্কা অ্যাকশনের পর এবার গল্পনির্ভর সিনেমা নিয়ে আসছেন দেশের শীর্ষ সুপারস্টার শাকিব খান।

আসন্ন ‘সোলজার’ সিনেমায় এক গোয়েন্দা এজেন্টের চরিত্রে দেখা যাবে তাকে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শাকিব খান।

এক মাসের বেশি সময় অবকাশ যাপনে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব। সঙ্গে রয়েছেন শবনম বুবলী ও তাঁদের ছেলে শেহজাদ খান বীর।

সেখান থেকে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব জানালেন, আগামী ডিসেম্বরে সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমা মুক্তির লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। তিনি দেশের বাইরে থাকলেও জোরেশোরে চলছে নতুন সিনেমার প্রস্তুতি।

শাকিব খান বলেন, ‘ধুমধাড়াক্কা সিনেমা তো অনেক হয়েছে। এবার গল্পনির্ভর একটু অন্য ধরনের সিনেমা নিয়ে আসতে চাই।

সেভাবেই সব কাজ আগাচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির নাম সোলজার, যেটা এই ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে।’

সোলজার ছাড়াও আরো কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত শাকিব খান। জানালেন, “আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ রিলিজ হবে ঈদুল ফিতরে। আরো কয়েকটা সিনেমার স্টোরির কাজ চলছে।

সবকিছু লক হলে জানতে পারবেন। সবগুলো সিনেমা স্টোরি থেকে শুরু করে সবকিছুই ভিন্ন রকমের। এর বাইরে চমকপ্রদ কিছু খবর আছে, ধীরে ধীরে সবাই তা জানতে পারবেন।’

জানা গেছে, সোলজার সিনেমায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্টের চরিত্রে দেখে দেবেন শাকিব। দায়িত্ব পালনকালে সেই এজেন্টের মানসিক টানাপোড়েন, ব্যক্তিগত জীবনের নানা দ্বন্দ্ব আর দেশের রাজনৈতিক পরিস্থিতি ফুটে উঠবে সিনেমার গল্পে। আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে সিনেমার অন্য অভিনয়শিল্পীদের নাম।

এক মাস ধরে শাকিবের এই সিনেমা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। খবর ছড়িয়েছিল সেনা কর্মকর্তার চরিত্রে সাকিব ফাহাদের সিনেমায় অভিনয় করবেন শাকিব। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, এতই সিনেমায় শাকিবের বিপরীতে থাকবেন তানজিন তিশা। তবে এসব নিয়ে কোনো বক্তব্য দেননি সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশেষে শাকিব খানের বক্তব্যে পরিষ্কার হলো সিনেমার নাম ও মুক্তির সময়।

আরও পড়ুন

Scroll to Top