ঈদুল আজহার আগে দেশের বাইরে গিয়েছিলেন। ফেরার পর এখন অবসর যাপন করছেন তানজিন তিশা। প্রায় দেড় মাস ধরে কোনো কাজ করছেন না ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।
তিশা জানান, এটি এক ধরনের ‘লম্বা ব্রেক’।
অভিনেত্রীর ভাষ্যে, ‘প্রতিটি আর্টিস্টেরই ভালো কাজের জন্য লম্বা ব্রেক দরকার। বিরতি নিলে নতুন কাজের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়।’
এদিকে বলিউড অভিনেতা শারমান যোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ নামে একটি সিনেমায় অভিনয়ের খবর প্রকাশিত হয়। শুরু থেকেই সিনেমাটি নিয়ে একেবারে নীরব ছিলেন।