জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার বিকেলে পৌর শহরের কাচারিপাড় এলাকার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ থেকে এই কর্মসূচির শুরু হয়।
শিক্ষার্থীরা লিফলেট নিয়ে শহরের মসজিদ রোড, শিববাড়ি মোড়, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান পাট, রেল স্টেশন, অফিস-আদালত চত্বরসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষের কাছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরে জনামত তৈরিতে আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদী, সহকারী যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ।
লিফলেট বিতরণকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম, বুশরা, জয়ন্তী বিশ্বাসসহ সংগঠনের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইল উপজেলায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।