শুক্রবার

২৩:২৪:০৮

২৬ ডিসেম্বর, ২০২৫

১১ পৌষ, ১৪৩২

৪ রজব, ১৪৪৭

Edit Content

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন সোমবার

চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হাজার হাজার নেতাকর্মী বিমানবন্দরে যাওয়ার রাস্তায় দু’পাশে দাঁড়িয়ে তাকে বিদায় জানান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নাম্বার গেট অর্থাৎ ভিভিআইপি গেট দিয়ে ঢাকা ত্যাগ করার কথা থাকলেও নেতাকর্মীদের ভিড়ে নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা ১০ মিনিট পর অর্থাৎ ১১টা ২৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি।

কাতারের দোহায় ট্রানজিট দিয়ে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার পর খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাজ্য ও ইউরোপ বিএনপির নেতাকর্মীরা। এছাড়া লন্ডনে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে সেখানকার ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. হযরত আলী ও হেড অব সেনসরি মো. শাহরিয়ার মোস্তফা স্বাগত জানাবেন বেগম জিয়াকে।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে ছয় চিকিৎসক, নার্স, ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীসহ ১৫ সদস্য রয়েছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন।

সড়কজুড়ে নেতাকর্মীদের মানবপ্রাচীর

মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিট বাসা থেকে বের হয়ে বিমানবন্দর উদ্দেশে রওনা করে খালেদা জিয়ার গাড়িবহর। তার আগেই থেকে অর্থাৎ সন্ধ্যার আগে থেকে গুলশানে বাসভবন ও আশেপাশের এলাকায় সাবেক এ প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে ঢল নামে হাজার নেতাকর্মীর। এছাড়া ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা লন্ডন যাত্রায় শুভেচ্ছা জানাতে গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার সড়কে মানব প্রাচীর তৈরি করে দলটির নেতাকর্মীরা। খালেদা জিয়ার গাড়ি আগে পড়ে কয়েক শতাধিক গাড়ি ও মোটরসাইকেলের দিয়ে নেতাকর্মীরা খালেদা জিতাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে সোমবার রাতেই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী নেতাকর্মীতা তাদের নিজস্ব এলাকায় মানব প্রাচীর তৈরি করেছে। গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়েই ছিল বিপুল নেতাকর্মীদের উপস্থিতি। নেতাকর্মীদের ঢলে বিমানের বন্দরের উদ্দেশ্য খালেদা জিয়ার গাড়িবহর কিছুক্ষণ পর পর থামতে হয়।

এ সময় গাড়ি থেকে নেতাকর্মীদের হাত নেড়ে বিদায় জানান বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের ভিড় সামলে রাত ৯টায় বিমানবন্দরের আট নাম্বার গেট দিয়ে গাড়ি প্রবেশ করে। সেখানে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির সিনিয়র নেতারা ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা

আরও পড়ুন

Scroll to Top