বুধবার

০০:৩৪:৩৯

২৪ ডিসেম্বর, ২০২৫

৯ পৌষ, ১৪৩২

২ রজব, ১৪৪৭

Edit Content

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

ছবিতে আপত্তিকর জোকস ব্যবহারের অভিযোগ হিমির

অনলাইন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যমে তার ছবি ব্যবহার করে বিনা অনুমতিতে কুরুচিপূর্ণ ও মনগড়া জোকসসহ ফটোকার্ড প্রকাশ করেছে, যা একজন শিল্পী হিসেবে তার জন্য অসম্মানজনক। হিমির অভিযোগ আমলে নিয়ে লেজার ভিশন দুঃখপ্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন ভুল আর না করার আশ্বাস দিয়েছে।
গতকাল রবিবার দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে প্রযোজনা সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ এনে অভিনেত্রী লিখেছেন, ‘লেজার ভিশন লিমিটেড, আপনাদের ভিউ/ ডলারের দরকার হলে ভালো নাটক বানান, নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে “কুরুচিপূর্ণ মনগড়া জোকস” লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে।
আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি, আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।

আরও পড়ুন

Scroll to Top