বিজয়ের মাসে শুরু হলো বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি — চলছে দ্বিতীয় দিনের অনুষ্ঠান
মহান বিজয়ের মাস ডিসেম্বরের ৭ তারিখ থেকে বিএনপি ঘোষিত সাত দিনব্যাপী ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ কর্মসূচির মূল লক্ষ্য ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরি করতে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করা, যা পরবর্তীতে দলের নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হবে। আজ সোমবার (৮ ডিসেম্বর) কর্মসূচির দ্বিতীয় দিন পালিত হচ্ছে।
দিনের কর্মসূচি শুরু হয় ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা বলেন, দেশের প্রকৃত উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি জনগণের মতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চায়। এজন্যই সারাদেশের মানুষের অভিমত ও ধারণা সংগ্রহে এ আয়োজন।
বিএনপির নেতারা জানান, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রশাসনসহ বিভিন্ন খাতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানে উঠে আসছে নতুন নতুন পরামর্শ ও প্রস্তাব।
দিনের দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ কর্মসূচির সফলতা এবং জনগণনির্ভর ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে দলের অঙ্গীকার তুলে ধরবেন বলে জানা গেছে।
এর আগে রবিবার কর্মসূচির প্রথম দিন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাত দিনব্যাপী এই আয়োজন আগামী ১৩ ডিসেম্বর শেষ হবে। বিএনপি আশা করছে, জনগণের সরাসরি মতামত নিয়ে প্রণীত এই পরিকল্পনার মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’ গড়ার একটি বাস্তবমুখী রূপরেখা তৈরি করা সম্ভব হবে।
এমএফ/বিকল্পকন্ঠ
#BNPPlan #DeshGorarPorikolpona #BangladeshPolitics #PublicOpinion #TareqRahman