মঙ্গলবার

১৪:০৮:৪১

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

জাপানের অওমোরিতে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক

জাপানের অওমোরি অঞ্চলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পুরো এলাকা এক আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

সোমবার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগে এবং অন্তত ৩০ জন আহত হন। আকস্মিক ভূমিকম্পে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।

প্রাথমিকভাবে জাপান আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছিল, তবে পরিস্থিতি পর্যালোচনা করে কিছুক্ষণ পরই তা তুলে নেওয়া হয়। সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৫০ কিলোমিটার গভীরে। গভীর উৎস হলেও ঝাঁকুনি ছিল অত্যন্ত তীব্র, যা অওমোরি ছাড়াও আশপাশের একাধিক প্রিফেকচারে অনুভূত হয়।

অওমোরি প্রশাসন জানায়, ভূমিকম্পের পর প্রায় ২ হাজার ৭০০ বাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি সেবা কর্তৃপক্ষ দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে এবং সম্ভাব্য ক্ষতির হিসাব করতে উদ্ধারকর্মীদের মাঠে নামানো হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় রাস্তা ও ভবনের কিছু অংশ ভেঙে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি দেশবাসীকে সতর্ক থাকতে বলেন। তিনি জানান, এখনো বড় ধরনের আফটারশকের ঝুঁকি রয়েছে। “ঘরের আসবাবপত্র নিরাপদে রাখুন, ভঙ্গুর জিনিসপত্র সরিয়ে ফেলুন এবং প্রয়োজন হলে দ্রুত সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিন,”—জনগণকে এই পরামর্শ দেন তিনি।

ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূল ভূমিকম্পের পরবর্তী এক সপ্তাহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এ সময়ে শক্তিশালী আফটারশক আঘাত হানতে পারে, যা নতুন ক্ষতি বা আগুনের মতো বিপদ সৃষ্টি করতে পারে।

এদিকে মানুষকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে এবং স্কুলসহ বেশ কয়েকটি স্থাপনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অওমোরি ও আশপাশের এলাকা জুড়ে উদ্ধারকর্মীরা সম্ভাব্য ধ্বংসস্তূপে আটকে পড়া লোকজন খুঁজে দেখছেন।

জাপান ভূমিকম্পপ্রবণ দেশ হলেও ৭.৫ মাত্রার এই কম্পন সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম শক্তিশালী। ক্ষতিগ্রস্তরা বলছেন, “এটা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, কিন্তু মনে হচ্ছিল চারপাশ ভেঙে পড়বে।”

সরকার জানিয়েছে, জনজীবন স্বাভাবিক করতে দ্রুত সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সতর্কতা এখনো অব্যাহত।

 

এমএফ/বিকল্পকন্ঠ

#JapanEarthquake #AomoriQuake #DisasterUpdate #TsunamiAlert #GlobalNews #JAPAN

আরও পড়ুন

Scroll to Top