অভিষেক টেস্টেই দুর্দান্ত বোলিং করে বাজিমাত করলেন নিউজিল্যান্ডের তরুণ পেসার জাকারি ফকস। মাত্র ২৩ বছর বয়সেই তিনি ছাপিয়ে গেলেন দেশটির টেস্ট ইতিহাসের সব অভিষেক বোলিং রেকর্ড।
জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পাওয়া ম্যাচে একাই ৯ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। প্রথম ইনিংসে ৩৮ রানে ৪ উইকেট নেন ফকস, দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে নেন আরও ৫টি উইকেট। সব মিলিয়ে ৭৫ রানের বিনিময়ে তার শিকার ৯ উইকেট।
এর আগে নিউজিল্যান্ডের হয়ে অভিষেকেই ৯ উইকেট নেওয়ার কীর্তি ছিল ও’ররকির দখলে। তিনি ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৩ রানে ৯ উইকেট নিয়েছিলেন। তবে ফকস সেই রেকর্ড ভেঙে কম রান খরচে এই সাফল্য ছিনিয়ে নিয়েছেন, হয়ে উঠেছেন নিউজিল্যান্ডের টেস্ট অভিষেকে সেরা বোলিং ফিগারের মালিক।
ফকস এর আগে ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক করেন এবং ইতিমধ্যে নিউজিল্যান্ডের হয়ে ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্ট অভিষেকেই এমন পারফরম্যান্স তাকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রে এবং ক্রিকেটবিশ্বে নতুন তারকা হিসেবে পরিচিতি।