সর্বশেষ এশিয়া কাপে চোটে পড়েছিলেন লিটন দাস। এরপর থেকেই আছেন মাঠের বাইরে আছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরছে বাংলাদেশ অধিনায়ক।
আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড—
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।