ডাকসু নির্বাচনে প্রচারণায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব রহমান

আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পাড় করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা কর্মীরা।বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুযায়ী সকাল ০৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রচার কাজ করছে।

রাজিব রহমান বলেন, “ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্রদলের বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক পরিবেশ চান, এবং সে আকাঙ্ক্ষা পূরণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তাতে পূর্ণ প্যানেলে আমাদের বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
