ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদের ১৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ শাহজাদ আলী স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।
সর্বশেষ আদেশ অনুযায়ী, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করা অতিরিক্ত ডিআইজি মো. মুহিদুল ইসলামকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম প্রিভেনশন বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তারা
-
সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আ ফ ম আনোয়ার হোসেন খান → পিএমও পশ্চিম বিভাগ
-
মিরপুর বিভাগের ডিসি মাকছুদের রহমান → প্রটেকশন বিভাগ
-
মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলী → উত্তরা বিভাগ
-
সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মোহাম্মদ সালাউদ্দিন শিকদার → ডিবি মতিঝিল বিভাগ
-
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার → একই ইউনিটের দক্ষিণ বিভাগ (চলতি দায়িত্ব)
-
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল → মিরপুর বিভাগ
-
ডিএমপির প্রটেকশন বিভাগের ডিসি মইনুল হক → মিরপুর বিভাগ
-
ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি রওনক আলম → গুলশান বিভাগের ডিসি
-
ডিবির রমনা বিভাগের ডিসি মোহাম্মদ আমীর খসরু → ডিএমপি সদর দপ্তরের ডিসি প্রশাসন
-
ডিএমপির পিওএম পশ্চিম বিভাগের ডিসি সানোয়ার হোসেন → ট্রাফিক মিরপুর বিভাগ
-
ওয়ারী বিভাগের ডিসি হারুন অর রশিদ → মতিঝিল বিভাগ
-
লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি → ওয়ারী বিভাগ
এসব রদবদলের মাধ্যমে ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন নেতৃত্ব নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।
এমএফ/বিকল্পকন্ঠ
#DMP #PoliceTransfer #DhakaNews #BangladeshUpdates #LawAndOrder
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://news.mahbubuniversalbusiness.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho
#bikolpokontho #বিকল্পকন্ঠ #Update_news