শুক্রবার

১৩:৩১:১৩

২৬ ডিসেম্বর, ২০২৫

১১ পৌষ, ১৪৩২

৪ রজব, ১৪৪৭

Edit Content

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন সোমবার

ডেভিল হান্ট অপারেশনে ১৪ জেলায় গ্রেপ্তার ৯৮

অনলাইন ডেস্ক:

ডেভিল হান্ট অপারেশনের তৃতীয় দিনে চট্টগ্রাম ও ময়মনসিংহসহ ১৪ জেলায় ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। এসব জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবর-

মৌলভীবাজার: মৌলভীবাজারে ডেভিল হান্ট অপারেশনে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সকলেই আওয়ামী লীগ ও অঙ্গ- সংগঠনের নেতাকর্মী বলে জানায় পুলিশ।

মৌলভীবাজাররে পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল আলীম সরকার, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগরে সাধারণ সম্পাদক রনি হোসনে ও ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ কর্মী বাছেদ মিয়াকে ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।

কুমিল্লা: কুমল্লিায় গত ২৪ ঘণ্টায় ডেভেলি হান্ট অপারেশনে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম ।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে।

শরীয়তপুর: মাদারপুরে ডেভিল হান্ট অপারেশনে জেলার ৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারের পরে মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে ১০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের নামে চাঁদাবাজ, বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় ডেভেলি হান্ট অপারেশনের তৃতীয় দিনে আগ্নয়োস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। নোয়াখালী পুলিশ সুপার আবদুল্লা আল ফারুক আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দীন জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক ছাত্রকে গুলি করে হত্যাচেষ্টার এজহারভুক্ত আসামি।

চাঁদপুর: ডেভিল হান্ট অপারেশনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসারুল আলম কামরুলকে নাশকতা মামলা দেখিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম বলেন, চেয়ারম্যান কাউসারুল আলম কামরুলের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে ডেভিল হান্ট অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ নেতা।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগরে সভাপতি ও সাবেক কাউন্সলির নুরুল মোস্তফা, মিরসরাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শাহাদত হোসনে ও মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হারুন প্রকাশ তোতাকে গ্রেপ্তার করা হয়েছে।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীঘিনালা থানা ওসি মো. জাকারয়িা এ তথ্য নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ: চলমান ডেভিল হান্ট অপারেশনের মানিকগঞ্জের সিংগাইরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সিংগাইর থানার এসআই আ. মুত্তালবি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ওয়াহাব আলি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সামাদ ও প্রচার সম্পাদক সিহাব শেখ।

টাঙ্গাইল: ডেভিল হান্ট অপারেশনের তৃতীয় দিনে টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূইয়া রাজা ও গোড়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দুরন্ত মিয়া।

নেত্রকোণা: নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. কামাল পাশাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ ও শ্রমিকলীগের নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় তাদের নামে মামলা রয়েছে।

আরও পড়ুন

Scroll to Top