বুধবার

১৮:১৪:১৭

২৪ ডিসেম্বর, ২০২৫

৯ পৌষ, ১৪৩২

২ রজব, ১৪৪৭

Edit Content

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ঢাকায় ফ্রান্স চালু করল অত্যাধুনিক ভিসা সেবা কেন্দ্র

অনলাইন ডেস্ক

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও সেবামুখী করতে ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে নতুন এই আবেদন কেন্দ্রটি উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

নতুন এই কেন্দ্র থেকে বাংলাদেশি ভ্রমণকারীরা স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় ধরনের ফরাসি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার জন্য আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেন, এই কেন্দ্র চালুর মূল লক্ষ্য হলো বাংলাদেশিদের ফ্রান্স ভ্রমণকে আরও সহজ ও কার্যকর করে তোলা।
তিনি আরও বলেন, এতে প্রতিদিনের আবেদন গ্রহণের পরিমাণ বাড়বে, অ্যাপয়েন্টমেন্ট পেতে সময় কম লাগবে, অর্থপ্রদানের পদ্ধতি আরও আধুনিক হবে এবং একটি বিশেষায়িত কেন্দ্রে সেবাগ্রহণের অভিজ্ঞতা উন্নত হবে।

রাষ্ট্রদূত জানান, ভিএফএস গ্লোবাল কেবলমাত্র আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবে এবং বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করবে। তবে ভিসা যাচাই ও অনুমোদনের সিদ্ধান্ত থাকবে ঢাকাস্থ ফরাসি দূতাবাসের এখতিয়ারেই।

এই কেন্দ্রটিতে প্রশিক্ষিত গ্রাহকসেবা প্রতিনিধি থাকবেন এবং আবেদনকারীদের বাড়তি কিছু সুবিধা দেওয়া হবে, যেমন—প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার সুবিধা, আবেদন ফর্ম পূরণসহ অন্যান্য সহায়ক সেবা।

উল্লেখ্য, ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ফরাসি সরকারের সঙ্গে যৌথভাবে ভিসা প্রক্রিয়াকরণে কাজ করছে এবং বর্তমানে ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করছে।

সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, তাদের ভূমিকা কেবল প্রশাসনিক, অর্থাৎ আবেদন গ্রহণ, নথিপত্র সংগ্রহ ও বায়োমেট্রিক ডেটা নিবন্ধনের মধ্যে সীমিত। শেনজেন চুক্তির আওতায় ভিসা মঞ্জুরি, প্রত্যাখ্যান এবং অন্যান্য সিদ্ধান্ত ফ্রান্স দূতাবাসই নেবে।

নতুন এই ফরাসি ভিসা আবেদন কেন্দ্রটি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা ৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের এই ঠিকানায়:

[https://visa.vfsglobal.com/bgd/en/fra](https://visa.vfsglobal.com/bgd/en/fra)

আরও পড়ুন

Scroll to Top