বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘খুব শিগগির’ দেশে ফিরছেন—এমন বার্তা দিয়ে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “আমাদের নেতা যেদিন দেশে ফিরবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে—এই বিশ্বাস নিয়ে প্রস্তুত থাকতে হবে।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন বিভাগের সাংগঠনিক ইউনিট থেকে হাজারের বেশি নেতা অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, দেশের জন্য একটি মর্যাদাসম্পন্ন ভবিষ্যৎ গড়তে তারেক রহমান যেসব ভাবনা ও নীতি তুলে ধরেছেন, তা বাস্তবায়নেই বিএনপির আগামীর পথচলা। তিনি জানান, “আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে পূর্ণ বিজয় অর্জন করতে হবে। বাধা-বিপত্তি আসবে, প্রচারণা চলবে—তবুও মাথা উঁচু করে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি কখনো পরাজিত হয়নি, পরাজিত হবে না। কারণ বিএনপি জনগণের দল, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী দল। দলের সাফল্য নিশ্চিত করবে আমাদের ইস্পাতদৃঢ় ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন।”
মির্জা ফখরুল জানান, আজই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন নেতৃত্ব ও নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি হয়েছে। তার ভাষায়, “জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সময় এসেছে, যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান।”
আওয়ামী লীগ আমলের নির্বাচন আর নয়—মন্তব্য করে তিনি বলেন, “বিজয়ী হতে চাইলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষের বিশ্বাস অর্জন করে তাদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে এবং বিএনপির পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দেশকে পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সামনে এগিয়ে নেওয়ার শক্তিকে বিজয়ী করতে হবে। এজন্য প্রয়োজন শক্ত মনোভাব, ঐক্য ও সংগঠিত শক্তি।”
এমএফ/বিকল্পকন্ঠ
#তারেকরহমান #বিএনপি #দেশগড়ারপরিকল্পনা #মির্জাফখরুল #বাংলাদেশনির্বাচন