বৃহস্পতিবার

১৫:২৬:১৬

২৫ ডিসেম্বর, ২০২৫

১০ পৌষ, ১৪৩২

৩ রজব, ১৪৪৭

Edit Content

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. করোনায় সংক্রমণ প্রতিদিনই বাড়ছে

দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দেশের জনশক্তিকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে হবে। এর মাধ্যমে আগামী দিনে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব ইনশাআল্লাহ। ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপলক্ষ্যে নোয়াখালীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম আরও বলেন, ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের প্রতিপাদ্য ঠিক করেছি মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ। যে বাংলাদেশটা আমার হবে আপনার হবে, যে বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো শ্রেণি-পেশার বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে ধনী-গরিব কোনো বৈষম্য থাকবে না। সবাই তার নাগরিক সমান সুযোগ পাবে এবং সবাই তার ন্যায়বিচার পাবে, সবাই তার অধিকার পাবে এমন বাংলাদেশ আমরা গড়তে চাই।

তিনি বলেন, শিবির চায় দেশের ছাত্র সমাজের মাঝে মেধা ও যোগ্যতার বিকাশ ঘটাতে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ, কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি, অপরাজনীতি ও দক্ষ নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেন, পশ্চিমারা আমাদের দেশকে লুটপাট করেছে এখন তারা আমাদেরকে নানা বিষয়ে শিক্ষা দিতে চায়। অথচ মুসলমানরা একসময় সমৃদ্ধ ছিল। শিক্ষা, সাহিত্য, ব্যবসা-বাণিজ্যে সর্বক্ষেত্রে অগ্রসর ছিল। আমরা মুসলমানদের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। শিবিরের এই কাজে অনেক বাধা। জুলাই বিপ্লবের পূর্বে ২৩৪ জন শহিদ করা হয়েছে এবং এখনো ৭ জন গুম হয়ে আছে। ২৪ বিপ্লবে অন্য সকল মানুষের মতো জীবন দিয়ে রক্ত দিয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে এই বিপ্লবকে সফল করতে সহযোগিতা করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ব্যবসাবিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, অ্যাডভোকেট রাকিব আবদুল্লাহ, মো. আহমাদুল্লাহ আজিজি প্রমুখ।

আরও পড়ুন

Scroll to Top