নওগাঁর মান্দায় অবৈধ জমি দখলদারদের উচ্ছেদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ পার্যায়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া এলাকায় এ গণশুননী অনুষ্ঠিত হয়। অবৈধ দখল, সরকারি খাস জমি উদ্ধার, বেদখল মুক্তকরণে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অবৈধ দখলকারীদেরকে উচ্ছেদ করতে উপজেলার ভারশোঁ ইউপির কালিসফা, বিল উথরাইল, মহানগর, বাঁকাপুর মৌজা সমূহের সরকারি খাস ভিপি সম্পত্তি উদ্ধার,বেদখল মুক্ত করণ করার উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন।
শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স্পট গণশুনানীতে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, সহকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি মিয়া প্রমুখ।