ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) , নওগাঁ জেলা শাখা’র পক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু’র উদ্যোগে মান্দায় এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের চকজামদই প্রাইমারি স্কুল মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ভালাইন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগি চিকিৎসা গ্রহন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ইয়াসিন আলী মাস্টার, সাবেক সহ-সভাপতি মমতাজ হোসেন, শফিকুর রহমান, যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিন পিয়াদা,বর্তমান সভাপতি মোমতাজুল ইসলাম,কৃষকদলের সভাপতি সামসুল সোনার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ছাত্রদল সভাপতি মুজাহিদুল ইসলাম,মহিলা দল নেত্রী জাকিয়া খাতুন প্রমুখ