জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত হবেন শরীফ ওসমান হাদি:
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে। শনিবার (২০ ডিসেম্বর) জানাজা শেষে তার মরদেহ সেখানে সমাহিত করা হবে। ইতোমধ্যে দাফনের জন্য কবর খননের কাজ শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় কবির সমাধির পাশেই শরীফ ওসমান হাদির শেষ ঠিকানা নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একটি জরুরি অনলাইন বৈঠকে।
প্রক্টর জানান, হাদির দাফনের বিষয়ে কেবিনেট ডিভিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে পৃথক দুটি আবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আসে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধি দল সরেজমিনে সম্ভাব্য স্থান পরিদর্শন করে। সেখানে কোন জায়গা দাফনের জন্য উপযুক্ত ও খালি রয়েছে—সে বিষয়ে একটি নোট প্রস্তুত করা হয়। পরে সেই নোটের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফনের অনুমতি অত্যন্ত সম্মানজনক ও ব্যতিক্রমী সিদ্ধান্ত। এটি কেবল বিশেষ অবদান ও ব্যতিক্রমী ব্যক্তিত্বের ক্ষেত্রেই দেওয়া হয়। শরীফ ওসমান হাদির রাজনৈতিক ও সামাজিক ভূমিকা, বিশেষ করে তরুণদের মধ্যে তার প্রভাব এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এদিকে হাদির দাফনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে জানাজা ও দাফন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
শরীফ ওসমান হাদির দাফন জাতীয় কবির সমাধির পাশে হওয়ার খবরে তার অনুসারী, সহকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে একজন সাহসী তরুণ নেতার প্রতি রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্মান হিসেবে দেখছেন। শনিবার জানাজা ও দাফনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
এমএফ/বিকল্পকন্ঠ
#শরীফওসমানহাদি #ঢাকাবিশ্ববিদ্যালয় #কাজীনজরুলইসলাম #ইনকিলাবমঞ্চ #জাতীয়সংবাদ