মঙ্গলবার

১৬:০১:২৩

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

নতুন দাম বাড়লো LPG গ্যাস : মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর BERC ঘোষণা

ভোক্তাপর্যায়ে Bangladesh Energy Regulatory Commission (BERC) মঙ্গলবার ঘোষণা করেছে, ১২ কেজি সিলিন্ডারের LPG-র নতুন মূল্য ১২১৫ টাকা থেকে বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারের দামে ৩৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

একইসঙ্গে, গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। পুরানো দামের ৫৫.৫৮ টাকা থেকে বাড়িয়ে অটোগ্যাসের নতুন মূল্য করা হয়েছে ৫৭.৩২ টাকা

BERC-এর এ সিদ্ধান্ত নিশ্চিত করেছে, যে LPG এবং অটোগ্যাস উভয় ক্ষেত্রেই ভোক্তা হিসেবে নতুন দাম কার্যকর করতে হবে। এই মূল্য সংশোধন আগে থেকেই চালু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ভোক্তা এবং গৃহস্থদের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়া সামান্য হলেও, বাজার পরিস্থিতি ও গ্যাস সরবরাহের ওপর প্রভাব রাখবে। বিশেষ করে এমন সময়ে যখন গ্যাস আহরণ, পরিবহন ও আমদানির খরচ আর্থিকভাবে বাড়ছে।

গাড়ি ও যানবাহনের জন্য অটোগ্যাস ব্যবহারকারীরা নতুন মূল্যের খবর রাখলে ভালো হবে, কারণ ৫৭.৩২ টাকায় প্রতিলিটার অটোগ্যাসের দাম এখন থেকে গণ্য হবে।

সরকারি এ নিয়ন্ত্রণমূলক মূল্য পরিবর্তন মাঝে মাঝে হয় — যা গ্যাস সরবরাহ সিস্টেম, বিশ্ববাজারের দাম, আমদানির খরচসহ বিভিন্ন প্রভাব দেখে করা হয়।

এমএফ/বিকল্পকন্ঠ

#LPGPriceBangladesh #GasPriceUpdate #BERC #EnergyNewsBD #AutogasPrice

আরও পড়ুন

Scroll to Top