মঙ্গলবার

১৪:০৯:৫২

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

নতুন শ্রমবাজার উন্মুক্তে জোর দিচ্ছেন মহাসচিব প্রার্থী আতিকুর রহমান আতিক

আসন্ন বায়রা নির্বাচন ২০২৬–২০২৮-এ “বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট”-এর মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আল আকাবা অ্যাসোসিয়েট (RL-2320)-এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান আতিক।

তিনি সংগঠনের সদস্যদের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করে বলেছেন— বায়রার উন্নয়ন, ঐক্য, স্বচ্ছতা এবং সদস্যদের অধিকার প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য

আতিকুর রহমান আতিক দীর্ঘদিন ধরে বৈদেশিক কর্মসংস্থান খাতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। অতীতে “শ্রমবাজার রক্ষা আন্দোলন”-এর আহ্বায়ক হিসেবে তিনি শ্রমবাজারের সংকট সমাধান, সদস্যদের অধিকার রক্ষা এবং জনশক্তি রপ্তানি খাতকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার দাবি, তিনি যেভাবে অতীতে সদস্যদের পাশে ছিলেন, ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে বায়রার স্বার্থে কাজ করে যেতে চান।

তার নির্বাচনী অঙ্গীকারে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পেশাগত দক্ষতা বৃদ্ধি। বায়রা সদস্যদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা এবং বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ার ডিজিটালাইজেশনকে তিনি সময়ের দাবি মনে করেন। এতে সদস্যরা যেমন আরও দক্ষ হবেন, তেমনি শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থানও শক্তিশালী হবে।

সদস্যদের সুবিধা বৃদ্ধি তার আরেকটি প্রধান প্রতিশ্রুতি। তিনি চাঁদা কমানো, সরকারি সুবিধা নিশ্চিত করা এবং সদস্যদের হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি ও বিদ্যমান বাজার সম্প্রসারণে তিনি কাজ করতে চান। এর মাধ্যমে দেশের রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তাছাড়া বায়রার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তিনি দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সদস্যদের আইনি জটিলতা নিরসনে দ্রুত এবং নির্ভরযোগ্য আইনি সহায়তা প্রদানের কথাও উল্লেখ করেন।

আতিকুর রহমান আতিক বিকল্প কন্ঠ কে বলেন, “আমি ছিলাম, আছি এবং আল্লাহ চাইলে সবসময়ই আপনাদের পাশেই থাকব—নিঃস্বার্থভাবে। আপনাদের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।” তিনি আশা প্রকাশ করেন, সদস্যদের দোয়া ও সমর্থন পেলে তিনি বায়রাকে একটি সেবামুখী, উন্নয়নমুখী এবং শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করতে সক্ষম হবেন।

এমএফ/বিকল্পকন্ঠ

#BAIRA_Election2026 #AtiqurRahmanAtiq #ManpowerExport #BAIRA_Development #OverseasEmployment

আরও পড়ুন

Scroll to Top