শুক্রবার

১৫:৪৩:১৬

২৬ ডিসেম্বর, ২০২৫

১১ পৌষ, ১৪৩২

৪ রজব, ১৪৪৭

Edit Content

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন সোমবার

পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

মুসলিম লীগ না হলে পাকিস্তান হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, এ ধ্রুব সত্য বেশি বেশি প্রচার করতে হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, আজকের রাজনীতিবিদরা দেওয়া নেওয়া এবং জমি কেনার রাজনীতি করে। গনঅভ্যুন্থানকে গণতন্ত্রে পরিণত করা শুধু রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব।

সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স মিলনায়তনে অনুষ্ঠিত মুসলিম লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. মহসিন রশিদের সভাপতিত্বে ও মহাসচিব কাজী আবুল খায়েরের পরিচালনায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বিচারপতি নজরুল ইসলাম বলেন, মুসলিম লীগ আমাদের বাবা-দাদাদের গড়া দল, আমরা পরবর্তী প্রজন্ম মুসলিম লীগের বেনিফিশিয়ারি। মুসলিম লীগ না হলে পাকিস্তান হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, এ ধ্রুব সত্য বেশি বেশি প্রচার করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, জানিপপ চেয়ারম্যান ড. নাজমুল হাসান কলিমুল্লাহ, জমিয়ত উলামায়ে ইসলামের নায়েবে আমির আব্দুর রব ইউসুফী, ইসলামী আন্দোলনের আমির ড. মো. ইসা শাহেদী, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আশরাফ আলী আকন্দ, এফডিপি চেয়ারম্যান ড. এ. আর খান, মুসলিম লীগ অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ. এ কাফী, শেখ এ সবুর, সৈয়দ আব্দুল হান্নান নূরসহ অনেকে।

সভায় ড. কলিমুল্লাহ তার বক্তব্যে বলেন, মাশরেকি পাকিস্তানের জন্ম না হলে বর্তমান মানচিত্র সম্বলিত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না।

নেতৃবৃন্দ আরও বলেন, ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ দল। তৎকালীন মূলত একটি মাত্র রাজনৈতিক দল ছিল। তা হচ্ছে এ মুসলিম লীগ দল। সেই মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ নামে দল গঠন করে আওয়ামী লীগ। সেই থেকে দেশে এখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সৃষ্টি।

আরও পড়ুন

Scroll to Top