মঙ্গলবার

১৪:০৯:৪৯

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

পুঁজিবাজার বিশ্লেষণে এআই ব্যবহারে বাড়বে আর্থিক তথ্যের স্বচ্ছতা

পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতা বাড়াতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিআইসিএম নির্বাহী প্রেসিডেন্ট

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির সঠিক ও দক্ষ ব্যবহার পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতা, গতি এবং নির্ভরযোগ্যতা বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। সোমবার (৮ ডিসেম্বর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সদস্যদের জন্য আয়োজিত ‘এআই অ্যাসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে সিএমজেএফ ও বিআইসিএম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু আলী, বিআইসিএম-এর উপ-পরিচালক ও সেশন সঞ্চালক মো. সিরাজুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন।

উদ্বোধনী বক্তব্যে ওয়াজিদ হাসান শাহ বলেন, “সম্প্রতি পুঁজিবাজারে পাঁচটি তালিকাভুক্ত ব্যাংক একীভূত করা হয়েছে এবং আরও নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসানের পথে। এআই ব্যবহারের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের আর্থিক তথ্য ও ঝুঁকি বিশ্লেষণ করা আরও সহজ হবে। ভবিষ্যতে পুঁজিবাজার-সম্পর্কিত যে কোনো তথ্য বিশ্লেষণে এআই অপরিহার্য হয়ে উঠবে।”

তিনি আরও জানান, একীভূত হওয়া বা অবসানপ্রাপ্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, রিপোর্টিং, ঝুঁকি নির্দেশকসহ নানা ধরনের তথ্য এআই খুব দ্রুত ও নির্ভুলভাবে বিশ্লেষণ করতে পারে। এতে বিনিয়োগকারীরা সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন।

অনুষ্ঠানে সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়া বলেন, “বর্তমান সময়ে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। শেয়ারবাজারে তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে এটি বড় সহায়ক ভূমিকা রাখবে। সদস্যদের দক্ষতা বাড়াতে এ কর্মশালাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

সাধারণ সম্পাদক আবু আলী বলেন, “সিএমজেএফ সদস্যদের পেশাগত মানোন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ বিআইসিএম-এর সাথে যৌথভাবে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।”

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএম-এর প্রভাষক ইমরান মাহমুদ ও গৌরব রায়। তারা পুঁজিবাজারে তথ্য বিশ্লেষণ, ঝুঁকি মূল্যায়ন, স্বয়ংক্রিয় রিপোর্টিংসহ নানা ক্ষেত্রে এআই-এর ব্যবহারিক দিক উপস্থাপন করেন।

এমএফ/বিকল্পকন্ঠ

#AIinFinance #CapitalMarket #BICM #CMJF #FinancialTechnology

আরও পড়ুন

Scroll to Top