শুক্রবার

১৯:১৬:১৪

২৬ ডিসেম্বর, ২০২৫

১১ পৌষ, ১৪৩২

৪ রজব, ১৪৪৭

Edit Content

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন সোমবার

পুতুলকে স্বাস্থ্য সংস্থা থেকে সরানোর ব্যবস্থা নিতে দুদকের চিঠি

অনলাইন ডেস্ক:

দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদে থাকতে পারেন কিনা, এমন প্রশ্ন রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, দুর্নীতি মামলার আসামি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতো আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে না। পুতুলের বিরুদ্ধে গত ১২ জানুয়ারি একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারসহ বিস্তারিত নথিপত্র চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক বানাতে অনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করেছেন। এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। যা চলমান। অনুসন্ধান টিম এ বিষয়ে তদন্তের স্বার্থে যা যা প্রয়োজনে করতে পারবে।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, দুর্নীতির যেকোনো মামলা হলে আসামির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো স্বাভাবিক প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় দুদক পররাষ্ট্র মন্ত্রণালয়কে পুতুলের আসামি হওয়ার বিষয়টি অবগত করেছে। যেহেতু সে দুদকের মামলার আসামি, তাই স্বাভাবিকভাবে তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন বলে মনে করি।

আরও পড়ুন

Scroll to Top