মঙ্গলবার

১৯:৪৬:৪১

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

প্রতিভাবান নিয়ে পাইপলাইন শক্তিশালী করার কথা জানালেন বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক

বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে সারাদেশে ক্রিকেট বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের মাঠে শুরু হয়েছে আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বোর্ড পরিচালকরা।

সেখানে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ক্রিকেটের শিকড়কে আরও গভীরে ছড়িয়ে দিতে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। বুলবুল বলেন, ‘এটা আইডিয়া লেভেলে ছিল। আইডিয়া থেকে মাঠে নিয়ে আসার কাজটা করেছে আকরাম খান ও তার দল। বিকেন্দ্রীকরণ শুধু ক্রিকেটের প্রতিযোগিতামূলক না, প্রত্যেকটা জেলা যেন নিজস্ব জেলার ক্রিকেট সত্ত্বাকে প্রস্ফুটিত করতে পারে।’

‘উপজেলা থেকে শক্তিশালী খেলোয়াড়গুলো যেন জেলা পর্যায়ে খেলতে পারে। জেলা শুধু একটা ক্রিকেট দল না, যেন একটা ক্রিকেট পরিবার বানাতে পারে ফিজিও, ট্রেইনার সবকিছু নিয়ে। আজকে যেটা শুরু হলো, আশা করব অন্যান্য অঞ্চলগুলোতেও এই ধরনের সুন্দর ব্যবস্থা গড়ে উঠবে।’

বুলবুল মনে করেন স্কুল ক্রিকেট শুধু খেলার সুযোগই দেবে না, নতুন প্রতিভা গড়ার অন্যতম পথও তৈরি করবে। এ ছাড়া শক্ত পাইপলাইনের কথাও জানান তিনি, ‘এটা তো খেলার শেষ পর্যায়। প্রথমে তো প্রাকটিস করবে। তারপর ম্যাচ খেলবে। এই ম্যাচ খেলার মাধ্যমে যে নতুন প্রতিভাগুলো উঠে আসবে, এটা সবচেয়ে সহজ উপায়। তবে শুধু ম্যাচ খেললেই হবে না, আমাদেরও কাজ আছে এখানে। এখানের ট্যালেন্টগুলো দেখা, ট্যালেন্টগুলো রিটেইন করা। আমাদের কাজ বেড়ে গেল। আমাদের গেম ডেভেলপমেন্ট টিম আছে, হাইপারফরম্যান্স টিম আছে, সেখানে সেরা ট্যালেন্টগুলো নিয়ে আমরা যেন আমাদের পাইপলাইন শক্তিশালী করতে পারি।’

আরও পড়ুন

Scroll to Top