বুধবার

০০:৫২:৩৯

২৪ ডিসেম্বর, ২০২৫

৯ পৌষ, ১৪৩২

২ রজব, ১৪৪৭

Edit Content

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

ফের আল-আকসায় শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীর হানা

ফের জোরপূর্বক পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করেছে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। সোমবার (২ জুন) ফিলিস্তিনের একটি সংস্থার বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্ট বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় ৫০০ জনেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী দলে দলে পবিত্র স্থানে প্রবেশ করে।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মতে, অবৈধ বসতি স্থাপনকারীরা ইহুদিদের ছুটির দিন ‘শাভুত’ উপলক্ষে মসজিদের গেটে উস্কানিমূলক তালমুদিক আচার-অনুষ্ঠান পালন করেছে। এটি ইহুদিদের ‘সাপ্তাহিক উৎসব’ নামেও পরিচিত।

২০০৩ সাল থেকে ইসরায়েল শুক্রবার এবং শনিবার বাদে প্রায় প্রতিদিনই অবৈধ বসতি স্থাপনকারীদের আল-আকসায় প্রবেশের অনুমতি দিয়েছে।

আল-আকসা মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাটিকে ‘টেম্পল মাউন্ট’ বলে ডাকে এবং দাবি করে, এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল-আকসা অবস্থিত। ১৯৮০ সালে তারা পুরো শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো এটি স্বীকৃতি দেয়নি।

 

আরও পড়ুন

Scroll to Top