সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবিরোধী হোটেল ও রিসোর্ট পরিচালনার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন কক্সবাজারের পরিবেশ আদালত। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে পরিবেশ আদালতের বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন- সাবেক সংসদ সদস্য ও সানরাইজ রিসোর্টের মালিক আব্দুর রহমান বদি, বাংলা রিসোর্টের ইসহাক, ফ্যান্টাসি হোটেল অ্যান্ড রিসোর্টের আবু জাফর প্রিন্স, সি প্রবাল রিসোর্টের আব্দুর রহমান, তার ভাই আব্দুল মালেক ও আব্দুর রহিম এবং আরও ১৩ জন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ২০২১ সালের ২৭ এপ্রিল টেকনাফ থানায় মামলা করা হয়।
মামলার এজাহারে বলা হয়, সেন্টমার্টিন দ্বীপকে ‘প্রতিবেশ সংকটাপন্ন এলাকা’ ঘোষণার পরও ১০টি হোটেল-রিসোর্ট মালিক প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংস করে নির্মাণ কাজ চালিয়ে যান। এছাড়া বিচ থেকে বালু তুলে নিচু জমি ভরাট, সরকারি জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি করেছেন তারা।
দীর্ঘ তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট আব্দুস সালাম ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দেন।
এতে এজাহারভুক্ত ১০ আসামির সঙ্গে আরও ৯ জনকে যুক্ত করা হয়। আদালত ২৪ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা আশেক ইলাহী শাহজাহান নূরী জানান, আদালত অভিযোগপত্র গ্রহণ করে ১৯ আসামির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এ মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে শিশির মনিরকে নিযুক্ত করা হয়েছে।
এদিকে আলোচিত এ মামলায় আসামিদের একজন সাবেক সংসদ সদস্য হওয়ায় মামলাটি স্থানীয়সহ জাতীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।