মহান বিজয়ের মাস ডিসেম্বরের ৭ তারিখ থেকে বিএনপি ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচি ‘দেশ গড়ার পরিকল্পনা’ শুরু হয়েছে। এই ধারাবাহিক কর্মসূচির চতুর্থ দিনের আলোচনা অনুষ্ঠিত হয় বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। সকাল থেকেই রাজনৈতিক নেতৃবৃন্দ, গবেষক, শিক্ষাবিদ এবং সাধারণ মানুষের উপস্থিতিতে মিলনায়তন জমে ওঠে।
চতুর্থ দিনের আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা ও সংকটের পর বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যেতে প্রয়োজন একটি অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবধর্মী উন্নয়ন পরিকল্পনা—যা জনগণের মতামত প্রতিফলিত করবে।
বক্তারা দাবি করেন, বাংলাদেশে যে পরিবর্তন প্রয়োজন, তা শুধু দলীয় প্রতিশ্রুতিতে নয়, বরং জনগণের প্রত্যাশা ও অভিজ্ঞতা থেকেই আসবে। বিএনপি সেই প্রত্যাশা পূরণেই “দেশ গড়ার পরিকল্পনা” গ্রহণ করেছে। তারা জানান, প্রতিদিনের আলোচনায় সাধারণ মানুষ, পেশাজীবী, শ্রমজীবী, নারী, তরুণসহ বিভিন্ন শ্রেণির মতামত সংগ্রহ করা হচ্ছে—যা দলটির আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারের ভিত্তি হিসেবে কাজ করবে।
দিনের দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কর্মসূচির সার্বিক অগ্রগতি, জনমত সংগ্রহের গুরুত্ব এবং দলটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।
বিএনপির নেতারা বলেন, এই কর্মসূচির লক্ষ্য ক্ষমতায় যাওয়ার রাজনীতি নয়; বরং একটি কার্যকর, সুশাসনভিত্তিক ও জনগণের অধিকারসম্মত দেশ গড়ার দিকনির্দেশনা তৈরি করা। দেশের অর্থনীতি, প্রশাসন, মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, শ্রমবাজার, তরুণদের কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুতে মানুষ কী চায়—তা জানতেই প্রতিদিনের আলোচনা হচ্ছে।
আগামী ১৩ ডিসেম্বর এ সাত দিনব্যাপী কর্মসূচির শেষ দিন। এর পর সংগৃহীত মতামত সংকলন করে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বলে দলীয় সূত্র জানায়।
এমএফ/বিকল্পকন্ঠ
#BNPDeshGorarPorikolpona #BangladeshPolitics #Election2026 #TariqueRahman #DigitalNews