বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি সবার ভালোবাসা স্বাভাবিক। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি।”
রিজভী আরও উল্লেখ করেন, কখনো কখনো দেশের স্বার্থে বেগম জিয়া অন্যায় আবদার মেনে নিয়েছিলেন। তিনি বলেন, “কোনো মানুষ যেন হত্যা না হয়, সেজন্য ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু যারা তখন হত্যাযজ্ঞ করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, তারা ক্ষমতায় এসে সেটি বাতিল করেছে।”
তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালাচ্ছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন তিনি। বেগম জিয়ার অসুস্থতার জন্য দায়ী বর্তমান সরকারের আচরণ।”
রিজভী জনগণকে সতর্ক করে বলেন, “জনগণের কষ্ট হয় এমন কাজ অন্তর্বর্তীকালীন সরকার যেন না করে। সকলকে জনস্বার্থে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
দোয়া মাহফিলে বিএনপি ও কৃষক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের স্বার্থে সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য দোয়া করেন।
এই মাহফিল রাজনৈতিক ও মানবিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, যেখানে নেত্রীর সুস্থতা, দেশের শান্তি ও জনগণের কল্যাণকে প্রাধান্য দেওয়া হয়েছে।
এমএফ/বিকল্পকন্ঠ
#KhaledaZiaHealth #BNPUpdate #RuhulKabirRizvi #NationalInterest #BangladeshPolitics
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://news.mahbubuniversalbusiness.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho
#bikolpokontho #বিকল্পকন্ঠ #Update_news