তরুণ প্রজন্মের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এখন ব্যাপক জনপ্রিয় একটি সিরিজ। এতে কাবিলা, হাবু, পাশাদের ব্যাচেলর ফ্ল্যাট ফিরেছে নেহাল। সঙ্গে নোয়াখালীর বজরা বাজারের জাকিরাকেও দেখা যাচ্ছে। এবার আরও এক নতুন চরিত্র যোগ হতে যাচ্ছে সিরিজটিতে। আর তিনি হচ্ছেন ছোটপর্দার বহুল পরিচিত মুখ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
এ ব্যাপারে নির্মাতা জানিয়েছেন, স্পর্শিয়ার চরিত্রটি হবে দর্শকদের জন্য বিশাল চমক। এর আগে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে চমকের বিষয়টি ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তখন তার পোস্টে ছবিতে মুখ দেখা যায়নি অভিনেত্রীর। এবার সেই রহস্য উন্মুক্ত হলো বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায়। কাজল আরেফিন অমি পোস্টার প্রকাশ করে জানালেন, ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন চমক হচ্ছেন স্পর্শিয়া।
এ অভিনেত্রী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় বেশি কাজ করা হচ্ছিল। তাই চাচ্ছিলাম সেখান থেকে বের হয়ে কিছুটা ফান-কমেডি বা কালারফুল কিছু করার জন্য। যাতে দর্শকদের সঙ্গে আরও বেশি কানেকট হওয়া যায়। এ অবস্থায় ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে যখন ফোন আসে, তখন হ্যাঁ বলে দেই। এছাড়া এটি তো এখন একটি ব্র্যান্ড, সবার কাছেই জনপ্রিয়।
তিনি আরও বলেন, এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনো কাজ করা হয়নি আমার। তিনি একজন মেধাবী নির্মাতা। আর সব শিল্পীই ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চান। আশা করছি আমাদের কোলাবরেশনে স্ট্রং কিছু হবে।
প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শামীমা নাজনীন, এরফান মৃধা শিবলু, পাভেল প্রমুখ।