শুক্রবার

১৫:২৭:৫১

২৬ ডিসেম্বর, ২০২৫

১১ পৌষ, ১৪৩২

৪ রজব, ১৪৪৭

Edit Content

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন সোমবার

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক:

ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন।

শনিবার রাত ১১টার দিকে সংগঠনটির দেড় শতাধিক সদস্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহাবাগে গিয়ে বাসে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছে।

এর আগে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, আম জনতার নেতা মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু ও তারেক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কাঁটাতারে ঝুলন্ত শুধু ফেলানীর লাশের ছবি নয়, এই ছবি যেন কাঁটাতারে বিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব। বিগত ১৫ বছরে আ.লীগের নতজানু পররাষ্ট্রনীতির ফল ফেলানীসহ অসংখ্য ভাইবোন বিএসএফের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাই নতজানু পররাষ্ট্রনীতি ও রাজনীতিকদের ভারত তোষণনীতির বিরুদ্ধে আমাদের এই লংমার্চ তীব্র ধিক্কার।

তারা আরও বলেন, ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আমাদেরকে পানির ন্যায্য প্রাপ্য থেকেও বঞ্চিত করেছে। এভাবে আর চলতে দেয়া হবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ এখন সোচ্চার হয়েছে। আগামী দিনে ভারতীয় যেকোনো আগ্রাসন প্রতিরোধ করা হবে।

লংমার্চের গাড়ির বহর সকালে রাজশাহী পৌঁছাবে। সেখানে সামান্য বিরতি শেষে আবার চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে। পরে তারা কিরণগঞ্জে ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশ ও সামাজিক জেয়াফতে মিলিত হবেন। সেখানে কয়েক হাজার লোকের সমাবেশ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

আরও পড়ুন

Scroll to Top