মঙ্গলবার

২২:৪৮:০৫

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, এটা একটুখানি ভরসা :সামিরা খান মাহি

অনলাইন ডেস্ক

বর্তমান সময়ের একজন আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরে দর্শকের মন কেড়েছেন। কিন্তু মাঝে মাঝেই নানা বিতর্ক তৈরি হয় এই অভিনেত্রীকে ঘিরে; কখনো নেচে, কিংবা কখনো বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে হন সমালোচনার শিকার।

সামাজিক মাধ্যমে বেশ সরব সামিরা খান মাহি। প্রায়ই ভক্তদের কাছে নিজেকে মেলে ধরেন নানা রূপে, প্রকাশ করেন নানা আবেগ। এরই মধ্যে তার একটি পোস্টে এমনই কিছু প্রকাশ পেল; আর সেখানে উঠে এসেছে ‘ভালোবাসা’র এক অনন্য সংজ্ঞা।

 

সম্প্রতি সামিরা খান মাহি এক ফেসবুক পোস্টে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে এই অভিনেত্রী লেখেন, ‘ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, এটা একটুখানি ভরসা, যেখানে ক্লান্ত হৃদয় শান্তি খুঁজে পায় নীরবে।’

সম্প্রতি রাতারগুল সোয়াম্প ফরেস্টে বেড়াতে যান মাহি। সেখান থেকে চাষিদের ‘মাথাল’ মাথায় দিয়ে সেই স্থানটি উপভোগ করতে দেখা যায় তাকে। তারই কিছু ছবি প্রকাশ করে ক্যাপশনে কথাগুলো লেখেন মাহি।

মাহির এই ছবি ও পোস্ট মুহূর্তেই মন কেড়েছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। পোস্টটিতে নানা ধরনের রিঅ্যাকশন দেওয়ার পাশাপাশি মন্তব্য করছেন নেটিজেনরা; সেখানে অনেককেই জবাব দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন

Scroll to Top