মঙ্গলবার

১৫:৫৮:২৩

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

মালিবাগে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর মালিবাগে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার রেলওয়ের বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে স্থাপনা উচ্ছেদের সাথে সাথে এক্সক্যাভেটর দিয়ে স্থাপনার পাকা প্ল্যাটফরম গুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে দখলদারগণ পুনরায় স্থাপনা নির্মাণ করতে না পারে।

এর আগে, রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত ১০ ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে ৫ ডিসেম্বর। পরবর্তীতে ১১ ডিসেম্বর হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে।

ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সকল জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন

Scroll to Top