মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আদালতকে এমন সাক্ষ্য দেন এনবিআরের তিন কর্মকর্তা।
দুদকের প্লট জালিয়াতির তিন মামলায় এদিন চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাক্ষ্যের ভিত্তিতে দুদকের আইনজীবীরা জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন আসামিরা।
এদিন শেখ হাসিনার পক্ষে দুদকের মামলা পরিচালনার জন্য আদালতে আবেদন করেন এক আইনজীবী। কিন্তু এই মামলায় পলাতক আসামির স্টেট ডিফেন্সের বিধান না থাকায় আবেদন খারিজ করেন আদালত।
এর আগে রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশের চিঠি দাখিল করেন আইনজীবীরা।