বৃহস্পতিবার

১৭:২৮:১৭

২৫ ডিসেম্বর, ২০২৫

১০ পৌষ, ১৪৩২

৩ রজব, ১৪৪৭

Edit Content

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. করোনায় সংক্রমণ প্রতিদিনই বাড়ছে

মুক্তিযুদ্ধবিরোধী প্রবন্ধ প্রত্যাহার, শিবিরের ছাত্র সংবাদের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের বিরোধিতা করে প্রকাশ করা প্রবন্ধটি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’। একই সঙ্গে ‘সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত’ প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হওয়ায় দুঃখও প্রকাশ করেছে তারা।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে পত্রিকার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ঐতিহ্যগতভাবে ‘ছাত্র সংবাদ’ মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর’ ২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়।

মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ‘ছাত্র সংবাদ’ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বর সংখ্যার সব প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে ‘ছাত্র সংবাদ’ দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সব সময় শ্রদ্ধাশীল। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা রক্ষায় সব গণআন্দোলনে ছাত্রশিবির সবচেয়ে বেশি রক্ত দিয়েছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে বলে জানানো হয়।

আরও পড়ুন

Scroll to Top