মঙ্গলবার

১৭:৫৬:০৭

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের হাতে লিখে চিঠি পাঠালেন ট্রাম্পের নাতনি

গাজা থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিদের প্রত্যেককে হাতে লেখা চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি আরাবেলা কুশনার। ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জারেড কুশনারের মেয়ে ১৪ বছর বয়সী আরাবেলার লেখা চিঠিগুলো মুক্ত হওয়া ইসরায়েলিদের হাতে ব্যক্তিগতভাবে পৌঁছে দিয়েছেন জারেড কুশনার।

 

গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কুশনার তেল আবিবে মুক্তিপ্রাপ্ত কয়েকজন বন্দির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাদের হাতে এসব চিঠি তুলে দিয়েছেন। কুশনারের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসরায়েলি নাগরিক ওমরি মিরান, গালি বারম্যান, জিভ বারম্যান, যোসেফ-চাইম ওহানা, মাতান আংগ্রেস্ট, বার কুপারস্টেইন, সেগেভ কালফন, নিমরদ কোহেন ও আইতান হর্ন। এ সফরে কুশনারের সঙ্গে ইসরায়েল এসেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

 

হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিস হেডকোয়ার্টার্স জানিয়েছে, তাদের মুক্তিকে অগ্রাধিকার দিয়ে অবিরাম পরিশ্রম করার জন্য মুক্তিপ্রাপ্তরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মার্কিন দূতাবাসের প্রকাশিত এক ছবিতে দেখা যায়, কুশনার মুক্তিপ্রাপ্ত বন্দি নিমরদ কোহেনের হাতে আরাবেলার লেখা একটি খাম দিচ্ছেন, যেখানে লেখা ফ্রম আরাবেলা। অন্য এক ছবিতে দেখা যায়, তিনি যমজ বন্দি গালি ও জিভ বারম্যানের সঙ্গে চিঠির গুচ্ছ হাতে দাঁড়িয়ে আছেন।

 

সেগেভ কালফনের উদ্দেশে লেখা এক চিঠিতে আরাবেলা লিখেছেন, তোমার সাহস বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে আশা দিয়েছে। আমি তোমার বীরত্ব ও অন্যদের অনুপ্রেরণা দেওয়ার শক্তিকে শ্রদ্ধা করি। ধন্যবাদ, আরাবেলা কুশনার।

আরও পড়ুন

Scroll to Top