মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের দিক নির্দেশনায় দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন সোলারচর গ্রামের বালুরমাঠ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সোলারচর গ্রামের মিনহাজ মোল্লা (৪০), পিতা-সেডু মোল্লা, ইউপি-আধারা, থানা ও জেলা-মুন্সীগঞ্জকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নিজ স্বীকারোক্তি অনুযায়ী ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম চলছে।