মঙ্গলবার

২১:০৪:০৮

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

যে ক’জনকে কফি খাইয়েছি, তাদের কাছে ক্ষমা চাইছি : শ্রদ্ধা কাপুর

অনলাইন ডেস্ক

চাকরি খোঁজার অ্যাপে নিজের প্রোফাইলে অভিনেত্রী ও উদ্যোগপতি হওয়ার পাশাপাশি আরও দু’টি জীবিকার কথা তালিকায় যোগ করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এক সময় কফি ও স্যান্ডউইচ বানাতেন শ্রদ্ধা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সেখান থেকে উপার্জিত অর্থেই চলত তার হাতখরচ। যদিও সম্প্রতি যাদের সে সময় কফি করে খাইয়েছেন, প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

কফি বানানো থেকে স্যান্ডউইচ নানা ধরনের খাবার তৈরি করতে হত। যদিও সম্প্রতি শ্রদ্ধা বলেন, ‘২০০৫ সালে বস্টনে পড়ার সময় যে সংস্থায় চাকরি করতাম সেই সময় যে ক’জনকে কফি খাইয়েছি, তাদের সকলের কাছে ক্ষমা চাইছি।’

 

অভিনেত্রী বিদেশে নিজের উচ্চশিক্ষা শেষ করে তারপরে দেশে ফিরেছেন। বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তিনি। সেই সময় অভিনেত্রীকে নিজের হাতখরচ চালাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কফি প্রস্তুতকারক সংস্থায় চাকরি করতে হয়। সেখানেই ওয়েটারের কাজ করতেন।

শ্রদ্ধা এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। প্রায় ১৩ বছরের চেষ্টায় বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। অল্পবয়সে সিনেমায় অভিনেত্রী হওয়ার যে ধারা আছে বলিউডে, সে পথে হাঁটেননি শ্রদ্ধা।

আরও পড়ুন

Scroll to Top