মঙ্গলবার

১৬:০০:১৯

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

রাকসু নির্বাচনের গেজেট প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের হাতে নির্বাচনের ফলাফলের গেজেট তুলে দেন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গেজেট হস্তান্তরের সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) এবং ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী সালাউদ্দিন আম্মার বিজয়ী হন।

সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হলো রাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছরে এটি রাকসুর ১৭তম নির্বাচন। ১৯৯০ সালের পর দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল।

আরও পড়ুন

Scroll to Top